প্রশ্ন
আমি একটি বইয়ে পড়লাম, একজন সাহাবী জনৈক ব্যক্তিকে স্বপ্নে দেখিয়েছিল যেন তার কবর স্থানান্তর করা হয়। কারণ তার কবরে পানি ঢুকছিল। জানতে চাচ্ছি, সেই সাহাবীর নাম কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
সেই সাহাবীর নাম তালহা ইবনে উবায়দুল্লাহ (রা.)। জনৈক ব্যক্তি তাকে স্বপ্নে দেখেছিল যে, তিনি বলছেন, তাঁর কবরে পানি ঢুকছে। কাজেই তারা যেন তাঁর কবর স্থানান্তর করে। পরবর্তীতে তাঁর কবর স্থানান্তর করা হয়েছিল। হাফেজ ইবনে কাসীর (রহ.) তার কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া- তে লিখেন,
وَرَوَى حَمَّادِ بْنِ سَلَمَةَ عَنْ عَلِيِّ بْنِ زَيْدٍ بن جُدْعَانَ، عَنْ أَبِيهِ أَنَّ رَجُلًا رَأَى طَلْحَةَ فِي مَنَامِهِ وَهُوَ يَقُولُ: حَوِّلُونِي عَنْ قَبْرِي فَقَدْ آذَانِي الْمَاءُ، ثَلَاثَ لَيَالٍ، فَأَتَى ابْنَ عباس فأخبره – وكان نائباً على البصرة – فَاشْتَرَوْا لَهُ دَارًا بِالْبَصْرَةِ بِعَشَرَةِ آلَافِ دِرْهَمٍ فحولوه من قبره إليها، فإذا قَدِ اخْضَرَّ مِنْ جَسَدِهِ مَا يَلِي الْمَاءَ، وإذا هو كهيئة يَوْمَ أُصِيبَ
‘হাম্মাদ ইবনে সালামা আলী ইবনে যায়েদ ইবনে জুদআন থেকে, তিনি তার পিতা থেকে বর্ণনা করেন, এক ব্যক্তি তালহা ইবনে উবায়দুল্লাহ (রা.)-কে স্বপ্নে দেখল। তিনি তাকে বলছেন, আমাকে আমার কবর থেকে সরিয়ে নাও। পানি আমাকে কষ্ট দিচ্ছে। সে তিন রাত একই স্বপ্ন দেখল। অবশেষে ইবনে আব্বাস (রা.)-এর কাছে এসে সে এই স্বপ্নের বিবরণ দিল। তিনি তখন বসরা খলীফার নায়েব ছিলেন। এমতাবস্থায় তালহা (রা.)-এর জন্য বসরায় দশ হাজার দেরহাম দিয়ে একটি বাড়ি ক্রয় করা হল এবং তাকে তার কবর থেকে সেখানে সরিয়ে নিয়ে আসা হল। দেখা গেল যে, তাঁর দেহের যে অংশে পানি লেগেছিল সবুজে (নীলাভ) হয়ে গিয়েছে এবং দেহের অবশিষ্টাংশ তাঁর শহিদ হওয়ার সময়ের ন্যায় অবিকৃত রয়েছে।’ [আল বিদায়া ওয়ান নিহায়া ৭/২৭৬]
তারীখে দিমাশক ২৫/১২৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=18389&preview=true