প্রশ্ন
শুনেছি, রাসূল (সা.) কালো রঙের পাগড়ি পরতেন। তাহলে সবুজ রঙের পাগড়ি কোত্থেকে এল?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
রাসূল (সা.) বিভিন্ন ধরনের পাগড়ি পরতেন। আর সাহাবায়ে কেরাম যে সবুজ পাগড়ি পরেছেন তা তো স্পষ্টভাবেই হাদিসে রয়েছে। হাদিস শরিফে এসেছে-
عَنْ سُلَيْمَانَ بْنِ أَبِي عَبْدِ اللهِ ، قَالَ : أَدْرَكْتُ الْمُهَاجِرِينَ الأَوَّلِينَ يَعْتَمُّونَ بِعَمَائِمَ كَرَابِيسَ سُودٍ ، وَبِيضٍ ، وَحُمْرٍ ، وَخُضْرٍ ، وَصُفْرٍ
সুলাইমান ইবনে আবি আবদিল্লাহ (রহ.) বলেন, আমি মুহাজির সাহাবিগণকে কালো, সাদা, হলুদ, সবুজ বিভিন্ন রঙের পাগড়ি পরতে দেখেছি। [মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিস: ২৫৪৮৯]
সুতরাং এটা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=18354&preview=true