প্রশ্ন
কেয়ামতের বড় আলামতগুলো কী কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
সহিহ হাদিসের আলোকে কিয়ামতের বড় আলামত ১০ টি।
হুযাইফা বিন আসিদ (রা.) এর হাদিসে নবী করিম (সা.) কেয়ামতের বড় বড় ১০ টি আলামত উল্লেখ করেছেন। নিম্নে তা উল্লেখ করা হলো।
১। দাজ্জাল এর বহিপ্রকাশ ঘটবে।
২। ঈসা বিন মরিয়ম (আ.) আসমান থেকে অবতরণ করবেন।
৩। ইয়াজুজ ও মাজুজ জাতির বহিপ্রকাশ ঘটবে।
৪।পূর্বাঞ্চলে ভূমিধ্বস হবে।
৫।পশ্চিমাঞ্চলে ভূমিধ্বস হবে।
৬.।আরব উপদ্বীপে ভূমিধ্বস হবে।
৭। বিশেষ এক ধরনের ধোঁয়া প্রকাশ পাবে। যা পূর্ব হতে পশ্চিম প্রান্ত পর্যন্ত এক নাগাড়ে চল্লিশ দিন বিস্তৃত থাকবে।
৮। সূর্যাস্তের স্থান হতে সূর্যোদয় হবে।
৯। বিশেষ এক ধরনের জন্তু প্রকাশ পাবে।
১০। সর্বশেষে ইয়ামান হতে এমন এক আগুন বের হবে যা মানুষকে তাড়িয়ে হাশরের ময়দানের দিকে নিয়ে যাবে। অপর এক বর্ণনায় আছে, আদন (এডেন)-এর অভ্যন্তর হতে আগুন বের হবে। যা মানুষকে সমবেত হওয়ার স্থানের দিকে তাড়িয়ে নিয়ে যাবে।
[সহিহ মুসলিম, হাদিস: ২৯০১]
অন্য একটি হাদিসে ইমাম মাহদি এর আগমনের ব্যাপারে উল্লেখ করা হয়েছে।
[মুসতাদরাক আল হাকিমঃ৪/৫৫৭-৫৫৮]
অপর একটি হাদিসে এসেছে,
عَنْ أَنَسٍ رضي الله عنه، أَنَّ رَسُولَ اللّهِ صلى الله عليه وسلم قَالَ: “لاَ تَقُومُ السَّاعةُ حَتَّى لاَ يُقَالَ فِي الأَرْضِ: الله، الله”.
অর্থ: ‘আনাস (রা.) হতে বর্ণিত রাসূল (সা.) বলেছেন,
‘ততক্ষণ পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না, যত্তক্ষণ না পৃথিবীতে আল্লাহকে স্মরণ করা বন্ধ হয়ে যাবে।’ [সহিহ মুসলিম, হাদিস: ১৪৮}
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/1159/article-details.html