প্রশ্ন
একটা বইতে পড়লাম, ফাতেমা (রা.)কে কবরে রাখার সময় আবু যর গিফারী (রা.) কবরকে সম্বোধন করে কিছু কথা বলেছিলেন। আমার কথাগুলো মনে নেই। দয়া করে একটু জানাবেন, তিনি তখন কী বলেছিলেন।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কোন কোন বইতে পাওয়া যায়, ‘ফাতেমা (রা.)কে কবরে রাখার সময় আবু যর গিফারী (রা.) কবরকে সম্বোধন করে বলেছিলেন, হে কবর! তুমি কি জানো, তোমার উদরে কাকে রাখা হচ্ছে? ইনি হলেন, প্রিয় নবির কন্যা। এ কথা বলার সাথে সাথে কবর থেকে আওয়াজ এল, আমি কাউকে চিনি না। আমি প্রত্যেকের আমল অনুযায়ী আচরণ করি।’
কিন্তু এটি একটি বানোয়াট ঘটনা। হাদিস-আসারের নির্ভরযোগ্য কোন গ্রন্থে এমন কোন ঘটনা পাওয়া যায় না। তাই এ ধরনের ঘটনা বলা ও প্রচার করা থেকে বিরত থাকা জরুরি।
অবশ্য কবর ও হাশরের হিসাব-নিকাশ যে প্রত্যেকের আমল অনুযায়ীই হিসেবে সেটা ভিন্ন বিষয়। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) তার কন্যা ফাতেমা (রা.)কে বলেছেন, হে ফাতেমা! জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা কর। কেননা আমি উপকার-অপকারের মালিক নই। [সহিহ মুসলিম ২/১১৪; জামে তিরমিযি, হাদিস: ৩১৮৫]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=18262&preview=true