প্রশ্ন
হাদিসে যে নাজাশ থেকে নিষেধ করা হয়েছে। এই নাজাশ মানে কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হাদিস শরিফে এসেছে, রাসূল ইবনে ওমর (রা.) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা.) ‘নাজাশ’ থেকে নিষেধ করেছেন। [সহিহ বুখারি, হাদিস: ২১৪২]
এই হাদিসে নাজাশ মানে হল, ক্রয়ের উদ্দেশ্য ছাড়াই পণ্যের মূল্য বাড়িয়ে বলা, যেন ক্রেতা বেশি দামে ক্রয় করে।
তাকমিলা ফাতহুল মুলহিম ১/৩২৭; হেদায়া ৩/৬৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/18185/article-details.html