প্রশ্ন
আমি যদি নিজ থেকে কোন দুরুদ পড়ি তাহলে কি রাসূল (সা.)এর ‘আল’র জন্যও দোয়া করতে হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
দুরুদ শরিফের স্বাভাবিক নিয়ম এটাই যে তার মধ্যে রাসূল (সা.) এর ‘আল’-এর জন্যও দোয়া থাকবে। হাদিসে যে সকল দুরুদ পাওয়া যায় সেগুলোর প্রায় সবগুলোতেই ‘আল’-র জন্য দোয়া রয়েছে। যেমন-
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
তাই আল-এর জন্যও দোয়া করতে হবে। তবে না করলেও দুরুদ হয়ে যাবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/18184/article-details.html