প্রশ্ন
একবার কোন এক প্রসঙ্গে আমি মানত করেছিলাম, যদি আল্লাহ আমাকে এই সমস্যা থেকে মুক্তি দেন তাহলে জাতীয় মসজিদে দুই রাকাত নামাজ আদায় করব। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ঐ সমস্যা থেকে মুক্তি দান করেন। এখন কি আমাকে জাতীয় মসজিদে গিয়ে দুই রাকাত নামাজ পড়তে হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মানতের ক্ষেত্রে স্থান নির্ধারণ করার দ্বারা স্থান নির্ধারিত হয় না। তাই আপনি যে কোন মসজিদে ঐ নামাজ পড়তে পারবেন। হাদিস শরিফে এসেছে-
سُئِلَ عَطَاءٌ ، عَنْ رَجُلٍ جَعَلَ عَلَيْهِ أَنْ يُصَلِّيَ فِي مَسْجِدِ إيلِيَاءَ كَذَا وَكَذَا رَكْعَةً ، قَالَ : لِيُصَلِّ عَدَدَ ذَلِكَ فِي الْمَسْجِدِ الْحَرَامِ ، فَإِنَّهُ يُجْزِئُ عَنْهُ
আত্বা (রহ.)কে জিজ্ঞাসা করা হয়েছে, জনৈক ব্যক্তি ‘ইলিয়া’ মসজিদে এত এত রাকাত নামাজ পড়ার মানত করেছে। তিনি উত্তর দেন, ঐ ব্যক্তি মসজিদুল হারামে তা পড়ে নিলেই যথেষ্ট হবে। [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ১২৫৮০]
খুলাসাতুল ফাতাওয়া ২/১২৯; ফাতাওয়া হিন্দিয়া ১/১১৫; রদ্দুল মুহতার ৩/৭৪১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/18163/article-details.html