প্রশ্ন
কোন ধরনের টুপি পরা উচিৎ?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
রাসূল (সা.), সাহাবায়ে কেরাম, তাবেয়িন এবং তাবে-তাবেয়িগণ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের টুপি পরিধান করেছেন। উম্মুল মুমিনীন আয়েশা (রা.) বলেন, রাসূল (সা.) সফর অবস্থায় কানটুপি পরতেন, আর আবাসে পরতেন শামী টুপি।
হযরত আবু হাইয়ান (রহ.) বলেন,
كانت قلنسوة علي لطيفة.
হযরত আলী (রা.) এর টুপি ছিলো পাতলা।
হযরত সায়ীদ ইবনে আবদুল্লাহ (রহ.) বলেন,
رأيت أنس بن مالك، وعليه قلنسوة بيضاء مزرورة.
আমি আনাস (রা.) এর মাথায় বোতাম লাগানো সাদা টুপি দেখেছি।
হযরত আইয়ুব (রহ.) বলেন,
رأيت على القاسم بن محمد قلنسوة من خز خضراء.
আমি কাসেম ইবনে মুহাম্মাদ (রহ.) এর মাথায় পশমের সবুজ টুপি দেখেছি।
হযরত আবদুল্লাহ সাঈদ ইবনে আবি হিন্দ (রহ.) বলেন,
رأيت على علي بن حسين قلنسوة بيضاء لاطئة.
আমি আলী ইবনে হুসাইন (রহ.) এর মাথায় একটি সাদা টুপি দেখেছি, যা তার মাথার সাথে মিলিত ছিলো।
ইমাম আবু হানীফা (রহ.) উঁচা টুপি পরতেন।
فدعا بطويلته، فلبسها
তাই টুপির নির্দিষ্ট কোন ধরন নিয়ে বাড়াবাড়ি করা ঠিক নয়। বরং পোশাকের মূলনীতি ঠিক রেখে যে কোন ধরনের টুপি পরার অবকাশ আছে।
আখলাকুন নবুওয়াহ, হাদিস: ২৯৯, তবাকাতে ইবনে সাদ ৩/৩০, মুসান্নাফে আবদুর রাযযাক ১/১৯০, তবাকাতে ইবনে সাদ ৫/১৮৯, তবাকাতে ইবনে সাদ ৫/২১৮, আলইনতিকা, পৃ: ৩২৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/17965/article-details.html