প্রশ্ন
আমার প্রশ্ন হলো, ইসলামে কার মর্যাদা বেশি? বাবার না মায়ের?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
সন্তান বাবা-মা উভয়েরই নয়নমণি। দুজনই সন্তানের জন্য অকল্পনীয় কষ্ট সহ্য করে থাকেন। তবে এরপরও ইসলামে বাবার চেয়ে মায়ের মর্যাদা বেশি।
কুরআন মাজিদে আল্লাহ তাআলা বাবা মায়ের প্রতি সদ্ব্যবহারের কথা বলার পর মায়ের আলোচনাই বেশি করে উল্লেখ করেছেন।
আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেন-
وَوَصَّيْنَا الْإِنْسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا وَحَمْلُهُ وَفِصَالُهُ ثَلَاثُونَ شَهْرًا حَتَّى إِذَا بَلَغَ أَشُدَّهُ وَبَلَغَ أَرْبَعِينَ سَنَةً قَالَ رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَصْلِحْ لِي فِي ذُرِّيَّتِي إِنِّي تُبْتُ إِلَيْكَ وَإِنِّي مِنَ الْمُسْلِمِينَ
‘আর আমি মানুষকে তার মাতাপিতার সম্পর্কে ভাল ব্যবহারের নির্দেশ দিয়েছি। তার মাতা কষ্ট করে তাকে গর্ভে ধারণ করেছিলেন, আর কষ্ট করে তাকে জন্ম দিয়েছিলেন। আর তাকে গর্ভে ধারণ করতে ও তার লালন-পালনে লেগেছিল ত্রিশটি মাস। তারপর সে যখন তার যৌবনে পৌঁছে এবং চল্লিশ বছরে পৌঁছে যায় তখন সে বলে- ‘আমার প্রভু! তুমি আমাকে সামর্থ্য দাও যেন আমি কৃতজ্ঞতা জানাতে পারি তোমার সেই অনুগ্রহের জন্য যা তুমি অর্পণ করেছ আমার উপরে ও আমার মাতাপিতার উপরে, আর যেন আমি সৎকর্ম করতে পারি যা তোমাকে খুশি করে, আর আমার প্রতি কল্যাণ করো আমার সন্তান সন্তুতিদের সম্পর্কে। আমি অবশ্যই তোমার দিকে ফিরেছি, আর আমি নিশ্চয় একজন মুসলিম।’ [সূরা আহকাফ, আয়াত: ১৫]
হাদিস শরিফে এসেছে, এক ব্যক্তি রাসূল (সা.) এর কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল! আমার উত্তম সাহচর্য লাভের সবচেয়ে বেশি হকদার কে? তিনি বললেন, তোমার মা। তারপর কে? তারপর তোমার মা। তারপর কে? তারপর তোমার মা। তারপর কে? তারপর তোমার বাবা। [সহিহ বুখারি, হাদিস: ৫৯৭১]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/17942/article-details.html