প্রশ্ন
কণ্ঠস্বরকে সুন্দর করার ইকো মেশিন, যা এক ধরনের যন্ত্র বিশেষ, যার সাহায্যে কণ্ঠস্বরকে সুন্দর করা হয়। আওয়াজে প্রতিধ্বনি বা ঢেউ তোলা যায়। স্বর মোটা-চিকন করা যায়। আওয়াজে ঝনঝনানি অনুভব হয়। শরিয়তের দৃষ্টিতে এ মেশিন বাদ্যযন্ত্রের অন্তর্ভুক্ত কিনা?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
বাদ্যযন্ত্র বলা হয় যার বিশেষ আওয়াজ আছে এবং উক্ত আওয়াজের উদ্দেশ্যে ঐ যন্ত্র ব্যবহার করা হয়। আর যদি যন্ত্রের দ্বারা তার আওয়াজ উদ্দেশ্য না হয় বরং কণ্ঠস্বর সুন্দর অথবা ছোট-বড় বা মোটা-চিকন ইত্যাদি করা উদ্দেশ্য হয় তাহলে এটা বাদ্যযন্ত্রের অন্তর্ভুক্ত হবে না। সুতরাং প্রশ্নে বর্ণিত ইকো মেশিন বাদ্যযন্ত্রের অন্তর্ভুক্ত হবে না।
আদদুররুল মুখতার ৬/৩৪৯, জাওয়াহিরুল ফিকহ ৪/৭০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/17924/article-details.html