প্রশ্ন
আমাদের দেশে প্রচলিত যে, মানুষ বলে থাকে, কবরের সওয়াল জবাবের সময় রাসূল (সা.)-এর ছবি দেখিয়ে প্রশ্ন করা হবে এই ব্যক্তি কে? আমার প্রশ্ন হল, এ সম্পর্কে কোনো হাদিস রয়েছে কি? এ সম্পর্কে ইসলাম কী বলে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কবরে রাসূল (সা.)-এর ছবি দেখিয়ে প্রশ্ন করা হবে, এটি ভিত্তিহীন একটি বিষয়। কুরআন হাদিসের কোথাও এ সম্পর্কে বলা হয়নি। হাদিস বিশারদগণ এই বিষয়টিকে প্রত্যাখ্যান করেছেন। ইবনে হাজার আসকালানী (রহ.) তার ফাতওয়ার কিতাবে লিখেন,
أن هذا لم يرد في خبر صحيح
‘কোনো সহিহ বর্ণনায় এই বিষয়টি বর্ণিত হয়নি।’ [মাজমুআতুর রাসায়িলিল মুনিরিয়্যাহ ৪/৪১]
কাজেই এটি একটি ভিত্তিহীন ও জাল কথা। বরং সহিহ বুখারির একটি হাদিস থেকে বুঝা যায় যে, সরাসরি রাসূল (সা.)-এর নাম নিয়ে জিজ্ঞাসা করা হবে যে, তাঁর সম্পর্কে তোমার আকীদা বিশ্বাস কী ছিল? হাদিস শরিফে এসেছে,
الْعَبْدُ إِذَا وُضِعَ فِي قَبْرِهِ وَتُوُلِّيَ وَذَهَبَ أَصْحَابُهُ حَتَّى إِنَّهُ لَيَسْمَعُ قَرْعَ نِعَالِهِمْ أَتَاهُ مَلَكَانِ فَأَقْعَدَاهُ فَيَقُولاَنِ لَهُ مَا كُنْتَ تَقُولُ فِي هَذَا الرَّجُلِ مُحَمَّدٍ
‘বান্দাকে যখন তার কবরে রাখা হয় এবং তাকে পিছনে রেখে তার সাথীরা চলে যায় (এতটুকু দূরে যে,) তখনও সে তাদের জুতার শব্দ শুনতে পায়, এমন সময় তার নিকট দু’জন ফেরেশতা এসে তাকে বসিয়ে দেন। অতঃপর তাঁরা প্রশ্ন করেন, এই যে মুহাম্মাদ (সা.), তাঁর সম্পর্কে তুমি কী বলতে?’ [সহিহ বুখারি, হাদিস: ১৩৩৮]
শরহুস সুদূর পৃ. ১৪৫; তাকমিলাতু ফাতহুল মুলহিম ৬/২৪১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/17707/article-details.html