প্রশ্ন
সুরমা লাগানো কি সুন্নত?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
সুরমা লাগানো সুন্নত। রাসূল (সা.) নিজেও সুরমা লাগাতেন। সাহাবায়ে কেরামকেও সুরমা লাগাতে উৎসাহ দিতেন। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,
عَلَيْكُمْ بِالإِثْمِدِ عِنْدَ النَّوْمِ ، فَإِنَّهُ يَجْلُو الْبَصَرَ ، وَيُنْبِتُ الشَّعْرَ
‘তোমরা শোয়ার সময় অবশ্যই ‘ইছমিদ’ সুরমা ব্যবহার করবে। কারণ, তা চোখের জ্যোতি বৃদ্ধি করে এবং এর ফলে অধিক ভ্রু জন্মায়।’ [সুনানে ইবনে মাজাহ, হাদিস: ৩৪৯৬; শামায়েলে তিরমিযী, হাদিস: ৪২]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/17685/article-details.html