প্রশ্ন
অনেক এলাকায় দেখা যায় মৃত ব্যক্তিকে দাফন করার পর লোকেরা সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মৃতের জন্য হাত তুলে দোয়া করে। প্রশ্ন হলো, এ কাজটি কি শরিয়তসম্মত?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মৃত ব্যক্তিকে দাফন করার পর সেখানে কিছুক্ষণ অবস্থান করে মৃতের জন্য দোয়া করা সুন্নত। রাসূল (সা.) এর আমল থেকে এ বিষয়টি প্রমাণিত। এক্ষেত্রে হাত তুলেও দোয়া করা যাবে।
হাদিস শরিফে এসেছে,
عن عثمان بن عفان، قال: كان النبي صلى الله عليه وسلم، إذا فرغ من دفن الميت وقف عليه، فقال:استغفروا لأخيكم، وسلوا له بالتثبيت، فإنه الآن يسأل
‘ওসমান (রা.) বলেন, রাসূল (সা.) যখন মৃত ব্যক্তিকে কবর দিতেন তখন তার কবরের পাশে কিছুক্ষণ অবস্থান করতেন এবং বলতেন তোমাদের ভাইয়ের জন্য মাগফিরাতের দোয়া কর এবং সওয়াল-জওয়াবের সময় অবিচল থাকার দোয়া কর।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৩২২১]
আরেক হাদিসে এসেছে,
‘আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত আছে তিনি বলেন, আমি আল্লাহর শপথ করে বলছি আমি যেন আজও স্পষ্ট দেখতে পাচ্ছি তাবুক যুদ্ধের সময় রাসূল (সা.) আব্দুল্লাহ যুলইয়াদাইন (রা.)-এর কবরে নেমেছেন, সাথে আবু বকর ও ওমর (রা.)-ও আছেন। রাসূল (সা.) তাকে দাফন করার পর কেবলামুখী হয়ে দুহাত তুলে বলছেন- হে আল্লাহ আমি তার প্রতি সন্তুষ্ট আপনিও তার প্রতি সন্তুষ্ট হয়ে যান…।’ [হিলয়াতুল আউলিয়া ১: ১২২; ফাতহুল বারী ১১/১৪৯]
তাই মৃত ব্যক্তিকে দাফন করার পর সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মৃতের জন্য হাত তুলে দোয়া করতে কোনো সমস্যা নেই।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/17639/article-details.html