প্রশ্ন
আমি জানতে চাই, দান-সদকা গোপনে করা উচিৎ না প্রকাশ্যে করা উচিৎ?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইসলামি শরিয়তে দান-সদকা দুই ধরনের। একটি হলো ওয়াজিব সদকা। আরেকটি হলো নফল সদকা। ওয়াজিব সদকা যার উপর ওয়াজিব তাকে অবশ্যই তা আদায় করতে হবে। এ ধরনের দান গোপনে-প্রকাশ্যে যেভাবে ইচ্ছা আদায় করতে পারে।
আর নফল সদকা কারও উপর ওয়াজিব না হলেও তা আদায়ে গুরুত্ব দেওয়া উচিৎ। কারণ সদকার মাধ্যমে আল্লাহ তাআলা বিপদ-আপদ দূর করে দেন, গুনাহ মাফ করে দেন ।
হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন- সদকা এমনভাবে পাপ মোচন করে দেয় যেভাবে পানি আগুন নিভিয়ে দেয়। [সুনানে তিরমিযি, হাদিস: ৬১৪]
আর এধরনের সদকা গোপনেই আদায় করা উচিৎ।
হাদিস শরিফে এসেছে, ‘কেয়ামতের দিন সাত ব্যক্তি আরশের ছায়ায় আশ্রয় লাভ করবে। এর মধ্যে এক ব্যক্তি হলো- যে এমন গোপনে দান করে যে তার ডান হাত যা দান করে বাম হাত তা জানে না।’ [সহিহ বুখারি, হাদিস: ৬৬০]
অবশ্য কোনো কোনো ক্ষেত্রে অন্যকে উৎসাহিত করার জন্য প্রকাশ্যেও নফল সদকা দেওয়া যেতে পারে। তবে সতর্ক থাকতে হবে যেন এর মধ্যে অহংকারের লেশমাত্র না থাকে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/17623/article-details.html