প্রশ্ন
কোনো কোনো মহিলা কোরআনের আয়াত বা হাদিসের অর্থ অথবা কাপড়ে ফুল তুলে গ্লাসে বাঁধাই করে ঘরে টানিয়ে রাখে। এতে কোনো সমস্যা হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ঘর-বাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন ও সাজানো-গোছানো করে রাখা শরিয়তে কাম্য।
হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
عن عبد الله بن عمرو قال : قلت : يا رسول الله أمن الكبر أن ألبس الحلة الحسنة ؟ قال : إن الله جميل يحب الجمال
আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল (সা.)-কে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলাল্লাহ, আমি যদি সুন্দর পোশাক পরি তাহলে কি তা অহংকারের অন্তভুক্ত হবে? রাসূল (সা.) বললেন, ‘নিশ্চয় আল্লাহ সুন্দর। এবং তিনি সুন্দরকে ভালোবাসেন।’ [মসতাদরাকে হাকেম, হদিস: ৭০]
সুতরাং ঘর-বাড়িতে সৌন্দর্য বন্ধনের জন্য অপচয় না করে কাপড়ে কোরআন আয়াত বা হাদীসের অর্থ অথবা কাপড়ে ফুল তুলে গ্লাসে বাঁধাই করে ঘরে টানিয়ে রাখা জায়েয আছে। এবং এ কাজ কোনো নারী করলেও সমস্যা নেই।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/17619/article-details.html