প্রশ্ন
এক ব্যক্তি সমিতির এ শর্ত পালনের অঙ্গীকার করে সমিতির সদস্য হয়েছে যে, সঞ্চিত টাকার লভ্যাংশের ৩০% জনকল্যাণ খাতে খরচ হবে। কিন্তু দেখা গেল লভ্যাংশের টাকা বণ্টনের সময় উল্লিখিত ব্যক্তি লভ্যাংশের ৩০% টাকা জনকল্যাণমূলক খাতে দিতে চাচ্ছে না। এমতাবস্থায় ওই ব্যক্তির লভ্যাংশের ৩০% টাকা তার অসম্মতিতে জনকল্যাণমূলক কাজে খরচ করা যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জনকল্যাণমূলক কাজে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনার্থে মালিকানাধীন টাকা ব্যয় করা বড় সওয়াবের কাজ। তাই নিজে কৃত ওয়াদা রক্ষার্থে সওয়াবের আশা করা যায় এমন জনকল্যাণমূলক কাজে বর্ণিত লভ্যাংশ খরচ করা তার নৈতিক দায়িত্ব। অঙ্গীকার ভঙ্গ করা একজন মুসলমানের জন্য কখনো সমীচীন নয়।
তবে অন্য কারও জন্য অপরের মাল তার অসম্মতিতে সওয়াবের কাজ হলেও ব্যবহারের অনুমতি ইসলামি শরিয়তে নেই।
হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন, কোনো ব্যক্তির সম্পদ অন্য কারও জন্য মালিকের আন্তরিক সম্মতি ছাড়া গ্রহণ করা বৈধ হবে না। [আসসুনানুল কুবরা, হাদিস: ১১/৫৪৫]
তাই প্রশ্নোক্ত ব্যক্তির সম্মতিতে বর্ণিত লভ্যাংশ জনকল্যাণমূলক কাজে ব্যয় করতে হবে। অন্যথায় তা বৈধ হবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/17565/article-details.html