প্রশ্ন
বর্তমান সমাজে নারীরা সকল ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নেতৃত্বের ক্ষেত্রে তাদের অগ্রে রাখা যাবে কি? ইসলাম এ ব্যাপারে কী বলে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইসলামি শরিয়তে নারী নেতৃত্ব হারাম। এ ব্যাপারে সকল উলামায়ে কেরাম একমত। তবে তাদেরকে সাথে রাখা যেতে পারে। পুরুষদের সাথে থেকে তারা বিভ্ন্নি কাজে পুরুষদের সহায়তা করবে।
আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেন-
الرِّجَالُ قَوَّامُونَ عَلَى النِّسَاءِ
‘পুরুষরা নারীদের উপর কর্তৃত্ববান।’ [সূরা নিসা, আয়াত: ৩৪]
রাসূল (সা.) ইরশাদ করেছেন,
عن أبي بكرة قال : عصمني الله بشيء سمعته من رسول الله صلى الله عليه و سلم لما هلك كسرى قال من استخلفوا ؟ قالوا ابنته فقال النبي صلى الله عليه و سلم لن يفلح قوم ولو أمرهم امرأة
‘হযরত আবু বাকরা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন-যখন কিসরা পদানত হল তখন তাকে বলতে শুনেছি-কে তার পরবর্তী খলীফা? বলা হল-তার মেয়ে। তখন রাসূল সাঃ ইরশাদ করেন-সে জাতি সফলকাম হয় না, যাদের প্রধান হল নারী।’ [সুনানে তিরমিযী, হাদিস:২২৬২; সহিহ বুখারি, হাদিস: ৬৬৮৬; সুনানে নাসায়ী কুবরা, হাদিস: ৫৯৩৭; সুনানে বায়হাকী কুবরা, হাদিস: ৪৯০৭]
অন্যত্র ইরশাদ করেছেন,
عن أبي هريرة قال : قال رسول الله صلى الله عليه و سلم وإذا كان أمراؤكم شراركم وأغنياؤكم بخلاءكم وأموركم إلى نسائكم فبطن الأرض خير لكم من ظهرها
‘হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত। রাসূল (সা.) ইরশাদ করেছেন-যখন তোমাদের নেতারা তোমাদের মাঝের বদলোক হয়। আর তোমাদের ধনীরা হয় কৃপণ, আর তোমাদের কর্মকর্তা হয় মহিলা। তাহলে জমিনের পেট তার পিঠের তুলনায় তোমাদের জন্য উত্তম।(অর্থাৎ মৃত্যু তোমাদের জন্য উত্তম জমিনের উপরে বেঁচে থাকার চেয়ে।)’ [সুনানে তিরমিযী, হাদিস: ২২৬৬]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/17545/article-details.html