প্রশ্ন
এক খ্রিস্টান ব্যক্তি রাসূল (সা.)- কে মন্দ বললে আমার এক বন্ধু ঈসা (আ.)-কে বিরূপ মন্তব্য করে বসে। আমি জানতে চাচ্ছি, এতে কি আমার বন্ধুটির ঈমান চলে যাবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
নবীগণ হলেন সর্বশ্রেষ্ঠ মানব ও আল্লাহর প্রেরিত দূত। একারণেই ইসলাম ধর্মে সকল নবীগণের উপর ঈমান আনা যেমনিভাবে ফরজ, ঠিক তেমনিভাবে তাঁদেরকে সম্মান করা ও হেয় প্রতিপন্ন না করাও ফরজ।
কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
قُلْ آمَنَّا بِاللَّهِ وَمَا أُنْزِلَ عَلَيْنَا وَمَا أُنْزِلَ عَلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ وَالْأَسْبَاطِ وَمَا أُوتِيَ مُوسَى وَعِيسَى وَالنَّبِيُّونَ مِنْ رَبِّهِمْ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِنْهُمْ وَنَحْنُ لَهُ مُسْلِمُونَ
‘বলুন, আমরা আল্লাহ্তে ও আমাদের প্রতি যা নাযিল হয়েছে এবং ইব্রাহীম, ইসমাঈল, ইসহাক, ইয়াকূব ও তাঁর বংশধরগণের প্রতি যা নাযিল হয়েছিল এবং যা মূসা, ঈসা ও অন্যান্য নবীগণকে তাঁদের রবের পক্ষ থেকে প্রদান করা হয়েছিল তাতে ঈমান এনেছি; আমরা তাঁদের কারও মধ্যে কোনো তারতম্য করি না। আর আমরা তাঁরই কাছে আত্মসমর্পণকারী (তথা মুসলিম)।’ [সূরা আলে-ইমরান, আয়াত: ৮৪]
আরেক আয়াতে এসেছে,
إِنَّا أَرْسَلْنَاكَ شَاهِدًا وَمُبَشِّرًا وَنَذِيرًا لِتُؤْمِنُوا بِاللَّهِ وَرَسُولِهِ وَتُعَزِّرُوهُ وَتُوَقِّرُوهُ وَتُسَبِّحُوهُ بُكْرَةً وَأَصِيلًا
‘নিশ্চয় আমি আপনাকে প্রেরণ করেছি সাক্ষীরূপে, সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে। যাতে তোমরা আল্লাহ্ ও তাঁর রাসূলের প্রতি ঈমান আন এবং তাঁর শক্তি যোগাও ও তাঁকে সম্মান কর; আর সকাল-সন্ধ্যায় তাঁর তাসবীহ পড়।’ [সূরা আল-ফাতহ, আয়াত: ৮-৯]
তাই সকল ওলামায়ে কেরাম এ ব্যাপারে একমত যে, কোনো মুসলমান যদি কোনো নবীকে হেয় প্রতিপন্ন করে তাহলে সে কাফের হয়ে যাবে। সুতরাং আপনার বন্ধুর জন্য আবশ্যক হলো, অতিসত্বর সত্যিকার তওবা করে ঈমানকে নবায়ন করে নেওয়া।
আলবাহরুর রায়েক ৫/১৩০; আশ-শিফা বিতারিফিল মুস্তফা ২/২৮৪; হাশিয়াতুদ দুসুকী আলাশশারহিল কাবীর ৪/৩০৯; মুগনিল মুহতাজ৫/৪২৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/17515/article-details.html