প্রশ্ন
বর্তমান সমাজে প্রচলিত আছে যে, শিশুদেরকে বদ নজর থেকে রক্ষা করার জন্য কপালের একপাশে টিপ দেওয়া হয়। আমি জানতে চাচ্ছি, এ ব্যাপারে ইসলাম কী বলে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
বদ নজরসহ যাবতীয় অনিষ্টতা থেকে রক্ষা করার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার রয়েছে। টিপ দিলে বদ নজর থেকে বাঁচা যায়- এটি নিছক একটি কুসংস্কার। এ জাতীয় কুসংস্কার থেকে বেঁচে থাকা প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য। বরং হাদিস শরিফে বদ নজর থেকে বাঁচার জন্য যে দোয়া শিক্ষা দেওয়া হয়েছে তা পড়া যেতে পারে।
হাদিস শরিফে এসেছে,
عن ابن عباس، قال: كان النبي صلى الله عليه وسلم يعوذ الحسن والحسين أعيذكما بكلمات الله التامة، من كل شيطان وهامة، ومن كل عين لامة
‘ইবনে আব্বাস (রা.) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূল(সা.) হাসান ও হুসাইন (রা.)-এর জন্য আশ্রয় প্রার্থনা করতেন এভাবে: আমি তোমাদের দু’জনের জন্য আল্লাহর পূর্ণাঙ্গ কালেমাসমূহের মাধ্যমে প্রত্যেক শয়তানের ও বিষাক্ত প্রাণী থেকে এবং সকল প্রকার বদনজর থেকে মুক্তি চাইছি।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৪৭৩৭]
আরেক হাদিসে এসেছেজিবরাইল (আ.) নিম্নোক্তদোয়ারমাধ্যমেরাসূল (সা.) কেঝাড়-ফুঁক করতেন,
باسم الله أرقيك، من كل شيء يؤذيك، من شر كل نفس أو عين حاسد، الله يشفيك باسم الله أرقيك
‘আমি আপনাকে আল্লাহর নামে ঝাড়-ফুঁক করছি প্রতিটি এমন জিনিষ হতে, যা আপনাকে কষ্ট দেয় এবং প্রত্যেক জীবের অমঙ্গল হতে ও হিংসুকের বদ নজর হতে আল্লাহ আপনাকে আরোগ্য দান করুন। আমি আপনাকে আল্লাহর নামে ঝাড়-ফুঁক করছি।’ [সহিহ মুসলিম, হাদিস: ২১৮৬]
এছাড়াও কুরআন হাদিসে বর্ণিত যে কোনো দোয়া পড়ে ফুঁ দেওয়া যেতে পারে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/17495/article-details.html