প্রশ্ন
পারভেজ নাম রাখা যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
সন্তান জন্মের পর পিতা মাতার উপর সন্তানের সর্বপ্রথম হক হলো, সুন্দর নাম রাখা।
হাদিস শরিফে এসেছে,
إِنّكُمْ تُدْعَوْنَ يَوْمَ الْقِيَامَةِ بِأَسْمَائِكُمْ، وَأَسْمَاءِ آبَائِكُمْ، فَأَحْسِنُوا أَسْمَاءَكُمْ
‘রাসূল (সা.) বলেছেন, কিয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের ও তোমাদের বাবার নাম নিয়ে (অর্থাৎ এভাবে ডাকা হবে- অমুকের ছেলে অমুক)। তাই তোমরা নিজেদের জন্য সুন্দর নাম রাখ।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৪৯৪৮]
অপরদিকে কাফের মুশরিক ও কুখ্যাত পাপীদের নামানুসারে সন্তানের নামকরণ করা হারাম। সাহাবীদের মাঝে যাদের কুৎসিত নাম ছিল, রাসূল (সা.) সেগুলো পরিবর্তন করে দিয়ে সুন্দর অর্থবহ নাম রেখে দিয়ে ছিলেন।
হাদিস শরিফে এসেছে,
أَخْبَرَنِي عَبْدُ الحَمِيدِ بْنُ جُبَيْرِ بْنِ شَيْبَةَ، قَالَ: جَلَسْتُ إِلَى سَعِيدِ بْنِ المُسَيِّبِ، فَحَدّثَنِي: أَنّ جَدّهُ حَزْنًا قَدِمَ عَلَى النّبِيِّ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ فَقَالَ: مَا اسْمُكَ؟ قَالَ: اسْمِي حَزْنٌ، قَالَ: بَلْ أَنْتَ سَهْلٌ. قَالَ: مَا أَنَا بِمُغَيِّرٍ اسْمًا سَمّانِيهِ أَبِي قَالَ ابْنُ المُسَيِّبِ: فَمَا زَالَتْ فِينَا الحُزُونَةُ بَعْدُ
‘আবদুল হুমাইদ বিন শায়বা বলেন, আমি হযরত সাঈদ ইবনুল মুসায়্যিবের কাছে বসা ছিলাম। তিনি তখন বললেন, আমার দাদা ‘হাযান’ একবার রাসূল (সা.)-এর দরবারে উপস্থিত হলেন। রাসূল (সা.) তাকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কী? দাদা বললেন, আমার নাম হাযান। (হাযান অর্থ শক্তভূমি) রাসূল (সা.) বললেন- না, তুমি হচ্ছ ‘সাহল’ (অর্থাৎ তোমার নাম হাযানের পরিবর্তে সাহল রাখো; সাহল অর্থ, নরম জমিন।) দাদা বললেন, আমার বাবা আমার যে নাম রেখেছেন আমি তা পরিবর্তন করব না। সাইদ ইবনুল মুসায়্যিব বলেন, এর ফল এই হলো যে, এরপর থেকে আমাদের বংশের লোকদের মেযাজে রুঢ়তা ও কর্কশভাব রয়ে গেল।’ [সহিহ বুখারি, হাদিস: ৬১৯৩]
আরেক হাদিসে এসেছে,
‘ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, হযরত ওমর (রা.)-এর এক মেয়ের নাম ছিল আছিয়া। রাসূল (সা.) তার নাম পরিবর্তন করে রাখলেন জামীলা।’ [সহিহ মুসলিম, হাদিস: ২১৩৯]
পারভেজ ছিলো কাফের ও রাসূল (সা.) এর প্রতি ধৃষ্টতা প্রদর্শনকারী। তাই কোনো মুসলমানের জন্য পারভেজ নাম না রাখাই ভালো।
রদ্দুল মুহতার ৯/৬৮৯; ফাতওয়ায়ে হিন্দিয়া ৫/৪১৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/17481/article-details.html