প্রশ্ন
আমি একজন সিএনজি চালক। রাস্তায় মাঝে মাঝে পুলিশ গাড়ি আটকায়। লাইসেন্স-কাগজপত্র ঠিক থাকার পরও তারা মামলা দেয়ার ভয় দেখায়। তাই তাদেরকে কিছু টাকা দিয়ে ছুটে যাই। টাকা না দিলে তারা এমন ধারায় মামলা দেয় যার কারণে পরবর্তীতে অনেক টাকা খরচ হয়ে যায়। তাই মুফতি সাহেবের কাছে জানতে চাচ্ছি, এ অবস্থায় আমি কি ঘুষ দিয়ে তাদের থেকে ছুটতে পারব?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
নিয়মানুযায়ী গাড়ি চালানোর পরও যদি পুলিশ আটকায় ও মিথ্যা মামলার ভয় দেখায় তাহলে মিথ্যা মামলা থেকে বাঁচার লক্ষ্যে প্রয়োজন পরিমাণ টাকা দিয়ে ছুটে যাওয়ার অবকাশ আছে। এ ক্ষেত্রে যিনি ঘুষ গ্রহণ করবেন তার উপরই গুনাহের ভার বর্তাবে।
উল্লেখ্য, স্বাভাবিক অবস্থায় ঘুষ দেয়া-নেয়া উভয়টাই মারাত্মক গুনাহ। হাদিস শরিফে এ ব্যাপারে কঠোর হুঁশিয়ারি এসেছে। এক হাদিসে বর্ণিত আছে, আল্লাহ তাআলা ঘুষদাতা এবং ঘুষগ্রহীতা উভয়ের উপর লা’নত দেন। মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিস: ২২৩৯৮
তাই সকলেরই এর থেকে বেঁচে থাকা জরুরি। সামান্য কিছু লাভের জন্য নিজের চিরস্থায়ী আবাস পরকালকে বরবাদ করা মোটেও বুদ্ধিমানের কাজ নয়।
আল মুজামুল কাবীর ৪/২৫৭, মুসান্নাফে ইবনে আবি শাইবা ১১/৩১৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/17452/article-details.html