প্রশ্ন
আমাদের এলাকায় অধিকাংশ আম বাগানের মালিক গাছে আম আসার পূর্বেই ব্যবসায়ীদের কাছে অগ্রিম আম বিক্রি করে দেয়। এ ধরণের ক্রয়-বিক্রয় বৈধ কিনা? যদি বৈধ না হয় তাহলে কিভাবে করলে সঠিক হবে তা বিস্তারিত জানালে কৃতজ্ঞ থাকব।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
গাছে আম ধরার পূর্বেই অন্যের কাছে আগাম আম বিক্রি করা বৈধ নয়। এ ধরনের ক্রয়-বিক্রয় নাজায়েয। কারণ তখনো বিক্রিত পণ্যটি অস্তিত্বেই আসেনি। আর পণ্য অস্তিত্বে আসার আগে ক্রয়-বিক্রয় করলে তা সহিহ হয় না।
এক্ষেত্রে সঠিক পদ্ধতি হলো, গাছে আমের মুকুল আসার পর বিক্রি করা। আমের মুকুল আসার পূর্বে বিক্রি করলে তা জায়েয হবে না।
ফাতাওয়া শামী ৪/৪৫৫, আল বাহরুর রায়েক ৫/৫০২, তাকমিলাতু ফাতহিল মুলহিম ১/৩৯৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/17428/article-details.html