প্রশ্ন
আমাকে একজন লোক বলেন যে, ইসলামে ভিক্ষাবৃত্তি নেই। রাসূল (সা.) আমাদেরকে মেহনত করতে শিখিয়েছেন। ভিক্ষা করতে বলেননি। যদি আমরা মানুষকে ভিক্ষা দেই তাহলে তারা অকর্মা হয়ে পড়বে। এখন আমার প্রশ্ন হলো, রাস্তায় যে সমস্ত ভিক্ষুক রয়েছে তাদের সবাইকে কি ভিক্ষা দেয়া যাবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইসলামে ভিক্ষাবৃত্তি নেই- এ কথার অর্থ হলো, ভিক্ষাকে পেশা হিসেবে গ্রহণ করা বা কর্মক্ষম হওয়া সত্ত্বেও কিংবা একদিন এক রাতের খাবারের ব্যবস্থা থাকা সত্ত্বেও ভিক্ষা করা ইসলামে ঠিক নয়।
তবে যদি কারো কাছে একদিনের জন্য যথেষ্ট পরিমাণ খাবার না থাকে এবং সে কর্মক্ষমও না হয়, তাহলে তার জন্য এ পরিমাণ ভিক্ষা করা জায়েজ আছে।
বর্তমানে রাস্তাঘাটে সাধারণত যে সকল ভিক্ষুক দেখা যায় এদের মধ্যে যারা প্রতিবন্ধী, পঙ্গু, অন্ধ বা অসুস্থতার কারণে কর্মক্ষম নয় তাদেরকে ভিক্ষা দেয়া যাবে এবং এদেরকেই ভিক্ষা দেয়া উচিত।
এ ছাড়া অন্যদেরকেও ভিক্ষা দিতে কোনো সমস্যা নেই। তবে উচিৎ হলো, কর্মক্ষম ভিক্ষুকদেরকে কর্মসংস্থান করে দেওয়ার চেষ্টা করা।
হাদিস শরিফে এসেছে-
وَعَنِ الْحُسَيْنِ بْنِ عَلِىٍّ رَضِىَ اللّٰهُ عَنْهُمَا قَالَ : قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ : لِلسَّائِلِ حَقٌّ وَإِنْ جَاءَ عَلٰى فَرَسٍ.
হুসায়ন ইবনু আলী (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘ভিক্ষুকের হক রয়েছে, যদিও সে ঘোড়ায় চড়ে আসে।’ [মুসনাদে আহমাদ, হাদিস:১৭৩০]
ফাতহুল কাদীর ২/২০২; রদ্দুল মুহতার ২/৩৫৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/17382/article-details.html