প্রশ্ন
আমরা স্বামী-স্ত্রী একসাথে হজে যাওয়ার নিয়ত করি। টিকেটও কেটে ফেলি। ঘটনাক্রমে যাওয়ার ৫ দিন পূর্বে আমার স্বামী মারা যায়। এখন কি আমি ইদ্দত পালন করব না হজে যেতে পারব?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত অবস্থায় আপনার জন্য হজের সফর মুলতবি করে ইদ্দত পালন করা জরুরি।
মুজাহিদ (রহ.) বলেন,
‘উমর ও উসমান (রা.) এই ধরনের মহিলাদেরকে জুহফা এবং জুলহুলাইফা থেকে ফিরিয়ে দিতেন।’ [মুসান্নাফে আব্দুর রাজ্জাক ৭/৩৩]
তবে ইদ্দত শেষে এ বছরই সময় থাকলে বা পরবর্তীতে কোনো মাহরাম পুরুষের সাথে হজ আদায় করে নিতে হবে। আর মাহরাম পাওয়া না গেলে কিংবা মাহরামের ব্যবস্থা করার আর্থিক সামর্থ্য না থাকলে মৃত্যুর পূর্বে বদলি হজের অসিয়ত করে যেতে হবে।
বাদায়েউস সানায়ে ২/৩০১; রদ্দুল মুহতার ৩/৪৬৫; ফাতহুল কাদীর ২/৪২১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/17318/article-details.html