প্রশ্ন
মাসবুক ব্যক্তি শেষ বৈঠকে তাশাহহুদের পর দুরুদ শরিফ পড়বে কিনা?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মাসবুক ব্যক্তি যদি ইমামের সালামের পূর্বেই তাশাহহুদ পড়ে ফেলে তাহলে সে কালেমায়ে শাহাদাত বা তাশাহহুদ শুরু থেকে পুনরায় পড়বে বা চুপ থাকবে।
তবে উত্তম হলো- তাশাহহুদে এমন ধীর গতিতে পড়া যাতে তার তাশাহহুদ পড়া ইমামের সালাম ফিরানো পর্যন্ত দীর্ঘায়িত হয়।
ফাতাওয়া কাযীখান ১/১০৪; আদ দুররুল মুখতার ১/৫১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/17319/article-details.html