প্রশ্ন
কয়েকদিন পূর্বে আমার বড় ছেলে একটি মেয়েকে বিবাহ করে। বিবাহের পর তাদের উভয়ের মাঝে নির্জনবাসও হয়। কিন্তু সহবাসের পূর্বেই তারা উভয়ে খোলা তালাকের মাধ্যমে পৃথক হয়ে যায়। বিচ্ছেদের এক দিন পর আমার ছেলে তাকে তিন তালাকও দেয়। এখন তারা আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাচ্ছে। তারা কি পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে? দলিল-প্রমাণসহ জানালে কৃতজ্ঞ থাকব।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
প্রশ্নের বিবরণ অনুযায়ী খোলা তালাকের মাধ্যমে আপনার স্ত্রীর উপর এক তালাকে বায়েন কার্যকর হয়েছে। পরবর্তীতে ইদ্দত অবস্থায় তিন তালাক দেয়ার মাধ্যমে বাকি দুই তালাকও কার্যকর হয়ে গেছে।
আবু দারদা (রা.) বলেন, ‘ইদ্দত অবস্থায় খোলাকৃত নারীর উপর তালাক কার্যকর হয়।’ [মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিস: ১৮৭৯৩]
সাঈদ ইবনুল মুসাইয়িব (রহ.) বলেন, ‘খোলাকৃত নারীর উপর ইদ্দত অবস্থায় তালাক কার্যকর হয়।’ [মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিস: ১৮৭৯৬]
অতএব তিন তালাকপ্রাপ্তা নারীর সাথে তালাকদাতার জন্য পুনরায় সংসার করার কোনো সুযোগ নেই। তারা একে অপরের জন্য সম্পূর্ণ হারাম হয়ে গেছে।
রদ্দুল মুহতার ৫/৫১২; আল বাহরুর রায়েক ৩/২৭১, ৫৩১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/17297/article-details.html