প্রশ্ন
আমি শুনেছি যে, নারীরা তাদরে মাথার চুল কাটতে পারে না। তাদরে জন্য মাথার চুল কাটা জায়যে নইে। এ ব্যাপারে শরয়িতরে বধিান কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মহিলাদের চুলের ক্ষেত্রে শরীয়তের মৌলিক নীতিমালা হলো, তারা লম্বা চুল রাখবে। লম্বা চুল তাদের সৌন্দর্যের অংশ। তাই প্রয়োজন ছাড়া তা কাটতে পারবে না। নিতান্তই যদি কাটতে হয় তাহলে নিম্নোক্ত বিষয়গুলোর প্রতি লক্ষ রেখে কাটতে হবে।
১. অমুসলিম এবং ফাসেকা নারীদের স্টাইলে চুল কাটতে পারবে না। এদের অনুসরণ জায়েয নেই।
২. এ পরিমাণ খাটো করতে পারবে না যে, পুরুষের বাবরি চুলের মতো হয়ে যায়। হাদিসে পুরুষের সাদৃশ্য অবলম্বনকারিণী নারীদের উপর লানত করা হয়েছে।
عن ابن عباس رضي الله عنهما قال : لعن رسول الله صلى الله عليه و سلم المتشبهين من الرجال بالنساء والمتشبهات من النساء بالرجال.
আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) সেই সব পুরুষরে উপর লানত করছেনে, যারা নারীদরে সাদৃশ্য অবলম্বন করে এবং সেই সব নারীর উপরও লানত করছেনে, যারা পুরুষরে সাদৃশ্য গ্রহণ করে। [সহহি বুখারি, হাদিস: ৩৮৮৫]
তবে কোনো জটিল রোগের চিকিৎসার প্রয়োজনে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শে একেবারে ছোট করা কিংবা কামানোরও অনুমতি রয়েছে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/17232/article-details.html