প্রশ্ন
আমরা শুনে আসছি, সম্পদের চল্লিশ ভাগের এক ভাগ যাকাত দিতে হয়। কিন্তু উশরের কথা তো কখনো শুনিনি। উশরের বিষয়টি কি কুরআন-হাদিস দ্বারা প্রমাণিত?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
উশর মানে দশ ভাগের এক ভাগ। এটি যাকাতেরই একটি প্রকার। উশর হলো, জমিন থেকে উৎপাদিত ফসলের যাকাত। এটি কুরআন হাদিস দ্বারা প্রমাণিত।
আল্লাহ তাআলা কুরআন মাজিদে ইরশাদ করেন-
وآتوا حقه يوم حصاده
قوله تعالى: وآتوا حقه يوم حصاده. قال عامة أهل التأويل : إن الحق المذكور هو العشر ، أو نصف العشر
অর্থাৎ, আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেন, “কর্তনের দিবসেই এর হক আদায় করে দাও।’’ ফুকাহায়ে কেরাম বলেন, এই আয়াতের দ্বারা উদ্দেশ্য হলো উশর বা নিসফুল উশর। [বাদায়েউস সানায়ে ২/১৬৯]
হাদিস শরিফে এসেছে-
عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ أَبِيهِ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِيمَا سَقَتْ السَّمَاءُ وَالْعُيُونُ أَوْ كَانَ عَثَرِيًّا الْعُشْرُ وَمَا سُقِيَ بِالنَّضْحِ نِصْفُ الْعُشْرِ.
সালেম বিন আব্দুল্লাহ তার পিতা থেকে, তিনি নবী (সা.) থেকে বর্ণনা করেন যে, নবী (সা.) বলেছেন, ‘যে জমি আসমানের পানি এবং নদী খাল বিল প্রভৃতির পানি দ্বারা সিক্ত হয়েছে অথবা যে জমির মাটি খুব উর্বর ও রসাল, সে জমিতে উৎপাদিত ফসলের এক দশমাংশ উশর দিতে হবে। আর যে জমিতে পানি সিঞ্চন করতে হয় তা হতে উৎপাদিত ফসলের বিশভাগের এক ভাগ অর্থাৎ নিসফে উশর দিতে হবে।’ [সহিহ বুখারি, হাদিস: ১৪৮৩]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/17243/article-details.html