প্রশ্ন
আমি একজন নারী। আমার জানামতে একজন ভালো লোক আছে। আমি কি তাকে নিজ বিয়ের প্রস্তাব দিতে পারব?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
বিয়ের উপযুক্ত নারীর জন্য সৎ পাত্রের কাছে বিবাহের প্রস্তাব দেওয়াতে কোন সমস্যা নেই। হাদিস শরিফে এসেছে,
قَالَ أَنَسٌ: جَاءَتِ امْرَأَةٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَعْرِضُ عَلَيْهِ نَفْسَهَا، قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، أَلَكَ بِي حَاجَةٌ؟ فَقَالَتْ بِنْتُ أَنَسٍ: مَا أَقَلَّ حَيَاءَهَا، وَا سَوْأَتَاهْ وَا سَوْأَتَاهْ، قَالَ: هِيَ خَيْرٌ مِنْكِ، رَغِبَتْ فِي النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَرَضَتْ عَلَيْهِ نَفْسَهَا
‘আনাস (রা.) বললেন, একজন মহিলা রাসূল (সা.)-এর কাছে নিজেকে সমর্পণ করতে এসে বলল, হে আল্লাহর রাসূল! আপনার কি আমার প্রয়োজন আছে?….’ [সহিহ বুখারি, হাদিস: ৫১২০]
তবে নিজে নিজে বিবাহের প্রস্তাব না দিয়ে অভিভাবকদের মাধ্যমে বিবাহের প্রস্তাব দেওয়াই সামগ্রিক বিবেচনায় কল্যাণকর। তাই সেভাবে করতে পারলেই ভাল।
আল মাউসুআতুল ফিকহিয়্যাহ ৩০/৫০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/17136/article-details.html