প্রশ্ন
আমার স্বামী আমার মোহরের অর্ধেক আদায় করেছে। বাকি অর্ধেক আদায় করেনি। ইতিমধ্যে তিনি মারা গিয়েছেন। এখন কি তার শাস্তি হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মোহর স্ত্রীর হক। এটা স্বামীর কাছে স্ত্রীর প্রাপ্য। এ জন্য স্বামী মারা যাওয়ার পর তার যে ঋণ পরিশোধ করতে হয় এর মধ্যে স্ত্রীর মোহরও অন্তভুক্ত। সুতরাং স্বামীর পরিত্যক্ত সম্পত্তি থেকে আপনি আপনার পাওনা গ্রহণ করে নিতে পারবেন। আবার ইচ্ছা করলে তাকে মাফও করে দিতে পারেন।
কিন্তু কেউ যদি স্ত্রীর মোহর পরিশাধ না করার নিয়ত করেই মোহর নির্ধারণ করে আর এমতাবস্থায় মারাও যায় তাহলে হাদিসে তার ব্যাপারে কঠোর ধমকি এসেছে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
أيما رجل تزوج امرأة على ما قل من المهر أو كثر ليس في نفسه أن يؤدي إليها حقها خدعها فمات ولم يؤد إليها حقها لقي الله يوم القيامة وهو زان
‘যে ব্যক্তি মোহর আদায়ের নিয়ত না করে কম-বেশি মোহর নির্ধারণ করে এবং মোহর আদায় না করেই মৃত্যুবরণ করে কেয়ামতের দিন সে আল্লাহর সামনে ব্যভিচারী হিসেবে উপস্থিত হবে।’ [মাজমাউয যাওয়ায়েদ, হাদিস: ৭৫০৭]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/17090/article-details.html