প্রশ্ন
মাখলুকের নামে শপথ করা কি নিষিদ্ধ?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হ্যাঁ, মাখলুকের নামে শপথ করা নিষিদ্ধ। আল্লাহ তাআলা নাম ব্যতীত অন্য কারও নামে শপথ করা বৈধ নয়। হাদিস শরিফে এসেছে-
عن سعد بن عبيد أن ابن عمر سمع رجلا يقول لا والكعبة فقال ابن عمر لا يحلف بغير الله فإني سمعت رسول الله صلى الله عليه و سلم يقول من حلف بغير الله فقد كفر أو أشرك
আবদুল্লাহ ইবনে উমর (রা.) এক ব্যক্তিকে কাবা শরিফের নামে কসম করতে শুনে বললেন, আল্লাহ তাআলার নাম ব্যতীত কারো নামে কসম করার অবকাশ নেই। আমি নবি করিম সাল্লাল্লাহু (সা.)কে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহ তাআলার নাম ব্যতীত অন্য কারো নামে কসম করল সে নির্ঘাত একটি কুফুরি বা শিরকি কাজ করল। [জামে তিরমিযি, হাদিস: ১৫৩৫]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/17022/article-details.html