প্রশ্ন
আমার বোনের স্বামী হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ায় তাদের আর্থিক সমস্যা দেখা দিয়েছে। এমতাবস্থায় আমি কি আমার বোনকে যাকাতের টাকা দিতে পারব?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
বোন যদি যাকাত গ্রহণের উপযুক্ত হয় তাহলে বোনকে যাকাত দেওয়া যাবে। যুবাইদ (রহ.) বলেন-
قال : قلت لابراهيم : أعطي أختي من زكاتي ؟ قال : نعم
আমি ইবরাহীমকে জিজ্ঞাসা করেছিলাম, বোনকে কি যাকাত দিতে পারব? তিনি বললেন: হ্যাঁ, দেওয়া যাবে। [মুসান্নাফে আবদুর রাজ্জাক, হাদিস: ৭১৭১]
আর যদি তিনি যাকাত গ্রহণের উপযুক্ত না হন তাহলে তাকে সাধারণ নফল দান করতে পারবেন।
কিতাবুল আছল ২/১৪৮; বাদায়েউস সানায়ে ২/১৬২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/16985/article-details.html