প্রশ্ন
আমি নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছি। আমি জানতে চাচ্ছি, আমার ব্যবসায় বরকতের জন্য আমি কী করতে পারি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন-
التاجر الصدوق الأمين المسلم مع الشهداء يوم القيامة
সত্যবাদী আমানতদার মুসলিম ব্যবসায়ী কেয়ামতের দিন শহীদদের সাথে থাকবে। [মুসতাদরাকে হাকেম, হাদিস: ২১৪২]
ব্যবসার ক্ষেত্রে আপনি যদি পরিপূর্ণভাবে ইসলামী নীতিমালা মেনে চলেন তাহলেই আশা করা যায় আপনার ব্যবসায় বরকত হবে। যেমন হালাল জিনিসের ব্যবসা করা, মাপে কম না দেওয়া, সত্য কথা বলা, ক্রেতার সাথে সুন্দর আচরণ করা, ভেজাল জিনিস থেকে দূরে থাকা ইত্যাদি। এ ছাড়া মাঝে মাঝে কিছু সদকা করা। এ কাজগুলো করলে আশা করা যায় আল্লাহ আপনার ব্যবসায় বরকত দান করবেন।
ইলাউস সুনান ১৬/১৭৩; রদ্দুল মুহতার ৬/৫৬; তাকমিলা ফাতহুল মুলহিম ৪/৩১৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/16986/article-details.html