প্রশ্ন
এখনকার অনেক ছেলেমেয়ে অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ করে ফেলে। আমার প্রশ্ন হল, বিবাহের ক্ষেত্রে অভিভাবকের মতামত কতটুকু গুরুত্বপূর্ণ?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
বিবাহের ক্ষেত্রে অভিভাবকের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য অভিভাবকহীন বিবাহকে শরিয়ত উৎসাহিত করে না। অভিভাবকবিহীন বিবাহ যেন সত্যিকারের শরীয়তী বিবাহই নয়। এ জন্যই হাদীসে সতর্ক করে বলা হয়েছে,
لا نكاح إلا بولي
অভিভাবক ছাড়া বিবাহ নেই। [সুনানে আবু দাউদ, হাদিস: ২০৮৫; জামে তিরমিযি, হাদিস: ১১০১]
তবে প্রাপ্তবয়স্ক সন্তানের বিবাহের সামগ্রিক ক্ষমতা শরিয়ত অভিভাবকের হাতে রাখে নি। হাদিস শরিফে ইরশাদ হয়েছে-
الأيم أحق بنفسها من وليها
অর্থাৎ সাবালিকা মেয়ের নিজ বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার অভিভাবক অপেক্ষা তার নিজেরই বেশি। [সহিহ মুসলিম, হাদিস: ১৪২১; সুনানে আবু দাউদ, হাদিস: ২০৯৮]
মোটকথা অভিভাবক এবং পোষ্য উভয়ের মতামতের ভিত্তিতেই একটি বিবাহ সম্পন্ন করা উচিত।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/16973/article-details.html