প্রশ্ন
আমার মামা অসুস্থ। আমি তাকে দেখতে যাওয়ার সময় যাকাতের টাকা থেকে খরচ করার নিয়ত করে ফল কিনে নিয়ে গিয়েছি। আমার কি ঐ টাকার যাকাত আদায় হয়েছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হ্যাঁ, আপনার মামা যদি যাকাত গ্রহণের যোগ্য হয়ে থাকেন তাহলে যাকাতের নিয়তে ফল কিনে মামাকে দেওয়ার মাধ্যমে আপনার ঐ টাকার যাকাত আদায় হয়েছে।
তবে জিনিসপত্রের মাধ্যমে যাকাত আদায়ের চেয়ে নগদ টাকা দিয়ে যাকাত আদায় করা উত্তম।
রদ্দুল মুহতার ২/২৫৭; আলবাহরুর রায়েক ২/২০১; ফাতহুল কাদীর ২/১৪৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/16944/article-details.html