প্রশ্ন
কোন মহিলার জানাজার ক্ষেত্রে পিতা-পুত্র উপস্থিত থাকলে জানাজা পড়ানোর ব্যাপারে কে বেশি হকদার হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জানাজার সময় পিতা-পুত্র উপস্থিত থাকলে এবং উভয়ে নামাজ পড়ানোর যোগ্য হলে পিতা বেশি হকদার হবে। হাসান (রহ.) বলেন-
عن الحسن قال : أولى الناس بالصلاة على المرأة الاب ثم الزوج ثم الابن ثم الاخ
‘নারীর জানাজার ক্ষেত্রে বেশি হকদার হল বাবা। অতঃপর স্বামী, তারপর সন্তান, তারপর ভাই।’ [মুসান্নাফে আবদুর রাজ্জাক, হাদিস: ৬৩৭০]
তবে পিতা অনুমতি দিলে সন্তানও নামাজ পড়াতে পারবে।
আলবাহরুর রায়েক ২/১৮০; ফাতহুল কাদীর ২/৮৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/16924/article-details.html