প্রশ্ন
আমার জন্য আমার পরিবার একটি ছেলে দেখেছে। সে সুদী ব্যাংকে জব করে। আমি চাচ্ছি না, এমন কারও সাথে আমার বিবাহ হোক, যার ইনকাম হালাল নয়। এখন আমি কী করতে পারি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
আপনার সদিচ্ছার জন্য আপনাকে মোবারকবাদ। যেহেতু ছেলে সুদী ব্যাংকে চাকরি করে সেহেতু তার ইনকাম হালাল নয়। তাই আপনার তাকে বিবাহ করতে না চাওয়া অবশ্যই ভাল কাজ।
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি আপনার ইচ্ছার উপর অবিচল থেকে আপনার পিতামাতাকে বুঝাতে থাকুন আর আল্লাহর কাছে দোয়া করতে থাকুন। প্রয়োজনে অন্য কারও সাহায্য নিয়েও পিতামাতাকে বুঝাতে পারেন। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
ثلاثة حق على الله عز وجل عونهم المكاتب الذي يريد الأداء والناكح الذي يريد العفاف والمجاهد في سبيل الله .
তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহর উপর হক। এর মধ্যে এক ব্যক্তি হল, ঐ বিবাহকারী, যে চরিত্র হেফাজতের জন্য বিবাহ করে। [সুনানে নাসায়ি, হাদিস: ৫৩২৬]
ফাতহুল কাদীর ৩/১৬১; ফাতাওয়া হিন্দিয়া ১/২৮৭; আদ্দুররুল মুখতার ৩/৫৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/16906/article-details.html