প্রশ্ন
আমি দশ বছর বয়সে কয়েকটি রোজা রেখেছিলাম। তবে একদিন আসরের সময় রোজা ভেঙ্গে ফেলেছি। তাই জানতে চাচ্ছি, আমার কি ঐ রোজাটি কাযা করতে হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
নাবালেগের উপর রোজা রাখা ফরজ নয়। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
رفع القلم عن ثلاث عن النائم حتى يستيقظ والمعتوه حتى يفيق والصبي حتى يعقل أو يحتلم
‘তিন ব্যক্তির উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে। ঘুমন্ত ব্যক্তি থেকে জাগ্রত হওয়া পর্যন্ত। পাগল থেকে সুস্থ হওয়া পর্যন্ত এবং নাবালেগ থেকে বালেগ হওয়া পর্যন্ত।’ [আলমুজামুল আওসাত, হাদিস: ৩৪০৩]
যেহেতু তার উপর রোজা ফরজই নয় সেহেতু রোজা ভঙ্গ করার কারণে তার উপর কোন কাযা আসবে না।
জামেউ আহকামিস সীগার ১/৫৯; হেদায়া ১/২২৩; আলইনায়াহ ২/২৮৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/16872/article-details.html