প্রশ্ন
কেউ যদি ছোট কালে অর্থাৎ নাবালেগ অবস্থায় হজ্ব করে তাহলে কি পরবর্তীতে তার উবার হজ্ব করতে হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
নাবালেগ অবস্থায় হজ্ব করলে সেটা ফরজ হজ্ব হয় না। কারণ তার উপর তো বিধি-বিধানও আরোপিত হয়নি। তাই পরবর্তীতে যদি তার আবার হজ্ব করার সামর্থ্য আসে তাহলে তার উপর নতুন করে হজ্ব করা ফরজ।
ইবনে আববাস (রা.) বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, কেউ নাবালেগ অবস্থায় হজ্ব করলেও প্রাপ্তবয়স্ক হওয়ার পর (সামর্থ্যবান হলে) পুনরায় হজ্ব করতে হবে। [মুস্তাদরাক লিল হাকেম, হাদিস: ১৮১২; সহিহ ইবনে খুযায়মা, হাদিস: ৩০৫০]
আলবাহরুর রায়েক ২/৩১৬; ফাতহুল কাদীর ২/৩৩২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/16873/article-details.html