প্রশ্ন
যদি আমরা দুজন মিলে জামাতে দাঁড়াই তখন তো মুকতাদী ইমামের পাশে দাঁড়াবে। এ অবস্থায় তৃতীয় ব্যক্তি আসলে করণীয় কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত ক্ষেত্রে তৃতীয় ব্যক্তি আসলে উত্তম হল সে পিছনে দাঁড়াবে এবং ইমামের পাশের জনকে এমনভাবে পেছনে নিয়ে আসবে যেন তার নামাজ নষ্ট না হয়।
আর যদি ইমামের পাশের জনের এ মাসআলা জানা নাই বলে মনে হয় তাহলে তৃতীয় ব্যক্তি ইমামের বাম পাশে দাঁড়িয়ে যাবে।
রদ্দুল মুহতার ১/৫৬৮; ফাতহুল কাদীর ১/৩০৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/16855/article-details.html