প্রশ্ন
আমি একজন রিটায়ার্ড পুলিশ। চাকরি জীবনে আমি অনেকের কাছ থেকে ঘুষ নিয়েছি। এখন আমি আমার ভুল বুঝতে পারছি। আমি কীভাবে তাওবা করব?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ঘুষ গ্রহণ মারাত্মক গুনাহ। হাদিস শরিফে এসেছে-
لعن رسول الله صلى الله عليه وسلم الراشي والمرتشي
রাসূল (সা.) ঘুষ দাতা ও গ্রহীতা উভয়কে লানত করেছেন। [সুনানে তিরমিযি, হাদিস: ১৩৩৭]
তাই প্রথমে আপনাকে অতীতের কৃতকর্মের জন্য তাওবা ও ইস্তেগফার করতে হবে।
অতঃপর পূর্বে যাদের কাছ থেকে যতটাকা ঘুষ নিয়েছেন তাদেরকে সে টাকা ফেরত দিতে হবে।
যদি কার কাছ থেকে নিয়েছেন কিংবা কত নিয়েছেন সেটা মনে না থাকে তাহলে অনুমান করে ঐ পরিমাণ টাকা মূল মালিকের পক্ষ থেকে গরীবদেরকে সদকা করে দিতে হবে।
আলবাহরুর রায়েক ৬/২৬১; ফাতাওয়া তাতারখানিয়া ১১/৮০; রদ্দুল মুহতার ৪/২৮৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/16781/article-details.html