প্রশ্ন
কানটুপি পরলে কপালও ঢাকা হয়ে যায়। জানতে চাচ্ছি, নামাজে কানটুপি পরা অবস্থায় সেজদা দিলে সেজদা আদায় হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কোন কিছু দ্বারা কপাল ঢেকে সেজদা করা অনুত্তম। ইবরাহীম নাখায়ি (রহ.) বলেন, (সিজদার সময়) কপাল খুলে রাখা আমার কাছে বেশি পছন্দনীয়। [মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিস: ২৭৭৬]
তবে এ অবস্থায় সেজদা দিলেও তা আদায় হয়ে যাবে।
শরহুল মুনইয়াহ ২৮৬-২৮৭; আলমুহীতুল বুরহানী ২/৮৩; খুলাসাতুল ফাতাওয়া ১/৫৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/16728/article-details.html