প্রশ্ন
আমরা তো সারাজীবন কবর জিয়ারত করে হাত উঠিয়ে দোয়া করেছি। সেদিন এক ব্যক্তি বললেন, কবরের কাছে হাত উঠিয়ে দোয়া করা নাকি বিদআত? তার কথা কি সঠিক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কবরের জিয়ারতের পর হাত ইঠিয়ে দোয়া করা জায়েয আছে। এটি বিদআত নয়। হাদিস শরিফে এসেছে,
রাসূলুল্লাহ (সা.) ‘বাকী’ কবরস্থান জিয়ারত শেষে তিনবার হাত উঠিয়েছিলেন। [সহিহ মুসলিম, হাদিস: ৯৭৪]
ইমাম নববী (রহ.) বলেন, এই হাদিস দ্বারা হাত উঠিয়ে দোয়া করা মুস্তাহাব প্রমাণিত হয়। [আলমিনহাজ, শরহু মুসলিম, নববী ৭/৪৩)
তবে দোয়া করার সময় কবরকে সামনে রেখে দোয়া করবে না। বরং কবরকে পাশে রেখে কিংবা পিছনে রেখে দোয়া করবে।
ফাতাওয়া হিন্দিয়া ৫/৩৫০; শরহুল মুনইয়া ৬০৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/16708/article-details.html