প্রশ্ন
আমি একজন এতিম বালকের অভিভাবকত্ব করছি। সে এখনো প্রাপ্তবয়স্ক হয়নি। তাকে দেখতে এসে অনেকে আমার কাছে তার জন্য টাকা দিয়েছে। এ টাকাগুলো আমার কাছে আছে। আমি জানতে চাচ্ছি, এ টাকাগুলো কখন তার হাতে দিতে হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ঐ এতিম বাচ্চার জন্য দেওয়া টাকা আপনার হাতে আমানত। সে যখন উপযুক্ত বয়সে পৌঁছবে এবং টাকা-পয়সা ভালো ক্ষেত্রে ব্যয় করার বিষয়টি বুঝবে তখন তার হাতে দিবেন। কুরআন মাজিদে আল্লাহ তাআলা ইরশাদ করেন-
فَإِنْ آنَسْتُمْ مِنْهُمْ رُشْدًا فَادْفَعُوا إِلَيْهِمْ أَمْوَالَهُمْ
যখন এতিমদের প্রজ্ঞা দেখতে পাবে তখন তাদের কাছে তাদের সম্পদ হস্তান্তর করবে। [সূরা নিসা, আয়াত: ৬]
আহকামুল কুরআন, থানভী ২/১১৬; আহকামুল কুরআন, কুরতুবী ৫/২৬; রূহুল মাআনী ৪/২০৬; তাফসীরে ইবনে কাসীর ১/৬৮২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/16659/article-details.html