প্রশ্ন
SPC world এর মাধ্যমে আয় করা জায়েয আছে কি? এ সম্পর্কে জানতে চাই।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
SPC world এর কার্যক্রম লক্ষ্য করে আমরা দেখতে পেয়েছি যে, তাদের কার্যক্রম শরিয়তসম্মত নয়। এটি মাল্টিলেভের মার্কেটিংয়েরই নতুন রূপ। আর মাল্টিলেভের মার্কেটিংয়ের মাধ্যমে উপার্জন করা কয়েকটি কারণে জায়েয নেই।
ক. একটি চুক্তির সাথে আরেকটি চুক্তির শর্ত যুক্ত করা।
খ. গারার বা ধোঁকা বিদ্যমান থাকা।
গ. সুদের প্রবল সন্দেহ ও সাদৃশ্য বিদ্যমান থাকা।
ঘ. শ্রমবিহীন বিনিময় বা বিনিময়হীন শ্রম ইত্যাদি।
ঙ. আকলু মালিল গায়র বিলবাতিল (বাতিল পন্থায় অন্যের সম্পদ গ্রহণ)।
কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন-
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لا تَأْكُلُوا أَمْوَالَكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ
হে মুমিনগণ! তোমরা নিজেদের মধ্যে একে অপরের অর্থসম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না৷ [সূরা নিসা, আয়াত: ২৯]
হাদিস শরিফে এসেছে-
مَنْ غشَّ فَلَيْسَ مِنَّا
যে ধোঁকা দেয়, সে আমাদের দলভুক্ত নয়। [সহিহ মুসলিম, হাদিস: ২৯৪]
কিতাবুল মাবসূত ১২/১৯৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/16582/article-details.html