প্রশ্ন
ইটের ভাটাগুলোতে এই নিয়ম চালু আছে যে, তারা কিছু মানুষ থেকে আগে টাকা নেয়। পরবর্তীতে ইট তৈরি হলে তাদেরকে নির্দিষ্ট পরিমাণ ইট দেয়। এ ক্ষেত্রে তারা তাদের কাছ থেকেতখনকার মূ্ল্যের চেয়ে কম মূ্ল্যে ইটগুলো গ্রহণ করে। এভাবে লেনদেন করা জায়েয আছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত লেনদেন জায়েয আছে। তবে এ ক্ষেত্রে কিছু শর্তের প্রতি লক্ষ্য রাখতে হবে। যথা:
১. ইটের পূর্ণ মূল্য চুক্তির সময়ই পরিশোধ করে দিতে হবে।
২. ইটের ধরন ও গুণগত মান নির্ধারণ করে দিতে হবে।
৩. ইটের পরিমাণ নির্ধারণ করতে হবে।
৪. ইট প্রদানের তারিখ ও তা হস্তান্তরের স্থান নির্ধারণ করতে হবে।
৫. বিক্রেতার নিকট পুনরায় ঐ ইট বিক্রি করতে পারবে না।
সহিহ বুখারি, হাদিস: ২২৪০; খুলাসাতুল ফাতাওয়া ৩/১০; আদ্দুররুল মুখতার ৫/২০৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/16584/article-details.html