প্রশ্ন
আমাদের মুআজ্জিন সাহেব এ বছর ইতেকাফে বসেছেন। তিনি ইতেকাফ অবস্থায় তার কামরায় গিয়ে মাইকে আজান দিয়েছেন। আর তার কামরা হল মসজিদের বাহিরে। এ কারণে কিছু কিছু লোক বলছে, তার ইতেকাফ নষ্ট হয়ে গিয়েছে। মুফতী সাহেবের কাছে এর সমাধান চাচ্ছি।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মসজিদের বাহিরে নিজ কামরায় গিয়ে মাইকে আজান দেওয়ার কারণে মুআজ্জিন সাহেবের ইতেকাফ ভঙ্গ হয়নি। সুতরাং এটা নিয়ে আলোচনা-সমালোচনার কিছু নেই।
আলমুহীতুল বুরহানী ৩/৩৮০; রদ্দুল মুহতার ২/৪৪৬; আলবাহরুর রায়েক ২/৩০৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/16549/article-details.html