প্রশ্ন
কোন মহিলার যদি তালাক হয় আর তার কাছে ছোট সন্তান থাকে অতপর সেই মহিলা অন্য জায়গায় বিবাহ করে তাহলে কি সেই সন্তানকে আর নিজের কাছে রাখতে পারবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
না, অন্য জায়গায় বিয়ে করার কারণে সন্তান পালনের হক মায়ের জন্য শেষ হয়ে যায়। তাই এরপর এ বাচ্চার লালনপালনের হকদার হবে ক্রমান্বয়ে ১. নানী ২. দাদী ৩. বোন ৪. খালা ও ৫. ফুফু।
তারা কেউ না থাকলে বা না নিতে চাইলে পিতা নিয়ে যেতে পারবে। তবে সর্বাবস্থায় খরচ পিতাকে বহন করতে হবে।
অবশ্য সমঝোতার ভিত্তিতে সন্তান যে কারও কাছে থাকতে পারে।
সুনানে আবু দাউদ ৩/১১০; তাবয়ীনুল হাকায়েক ৩/২৯১; আলবাহরুর রায়েক ৪/১৬৮; আদ্দুররুল মুখতার ৩/৫৬২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/16550/article-details.html