প্রশ্ন
কেউ যদি ছোট বাচ্চাকে একদিন দুধ পান করায় তাহলে কি তার সাথে দুধ সম্পর্ক তৈরি হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হ্যাঁ, একদিন দুধ পান করালেও তার সাথে দুধ সম্পর্ক তৈরি হবে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
إن الرضاعة تحرم ما يحرم من الولادة
জন্মসূত্র যা হারাম করে দুধপানও তাকে হারাম করে। [সহিহ বুখারি, হাদিস: ১৪৪৪]
তাই আপনার আম্মার জন্য দুধকন্যার স্বামীর সাথে সাক্ষাত করা বৈধ হবে।
বাদায়েউস সানায়ে ৩/৩৯৯; আলমুফাসসাল ৬/২৪২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/16535/article-details.html