প্রশ্ন
আমি অসুস্থতার কারণে অনেক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না। তাই তারাবির নামাজে মাঝে মাঝে দেয়ালে হেলান দিই। আমার নামাজ কি হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
অসুস্থতার কারণে নামাজে হেলান দিয়ে দাঁড়ানো জায়েয আছে। হাদিস শরিফে এসেছে-
حَدَّثَتْنِى أُمُّ قَيْسٍ بِنْتُ مِحْصَنٍ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- لَمَّا أَسَنَّ وَحَمَلَ اللَّحْمَ اتَّخَذَ عَمُودًا فِى مُصَلاَّهُ يَعْتَمِدُ عَلَيْهِ.
উম্মে কায়েস বিনতে মিহসান (রা.) বর্ণনা করেন, রাসূলে কারিম (সা.)-এর শেষ বয়সে যখন তাঁর শরীর মুবারক ভারি হয়ে যায় তখন তিনি নামাযের স্থানে একটি লাঠি রাখতেন যার উপর ভর দিয়ে তিনি নামায আদায় করতেন। [সুনানে আবু দাউদ, হাদিস: ৯৪৫]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/16537/article-details.html